শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

শরীয়তপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা




শনিবার রাতে উপজেলার ভোজেশ্ব বাজারের পাশে এ ঘটনা ঘটে বলে পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন ।

মৃত লিয়াকত আলী ছৈয়াল (৩৫) নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের মোহাম্মদ ছৈয়ালের ছেলে। ভোজেশ্বর বাজারের তার মুদি দোকান রয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, রাত সাড়ে ৯টার দিকে ভোজেশ্বর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে অজ্ঞাত পরিচয় বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে লিয়াকতের ডান পা কেটে ফেলে পালিয়ে যায়।
এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
লিয়াকত স্ত্রী শিল্পী বেগম অভিযোগ, দীর্ঘদিন ধরে লিয়াকত ছৈয়ালের সঙ্গে একই গ্রামের মান্নান সরদার ,আক্কাছ ছৈয়াল, ফিরোজ ছৈয়ালদের সঙ্গে বিরোধ চলছিল।
“তারাই আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।”